নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান, মো আশিক মিয়া, আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমেদ মুসা, ছাইম উদ্দিন, আবু সিদ্দিক, বজলুর রশিদ, জাবেদুল আলম চৌধুরী সাজু, জাতীয় পার্টি নেতা শাহ আবুল খয়ের, মাহমুদ মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু ও শেখ ছইফা বেগম কাকলি।
সভায় শুরুতেই সভাপতি বিগত সভার সিদ্ধান্ত নিয়ে আলোচনার আহবান জানালে উপস্থিত সবাই নীরবতা পালন করেন। পরে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।
উপজেলা আইনশঙ্খলা কমিটির বিগত দুই সভায় জলমহাল জোরপূর্বক দখল ও ইজারা নিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও খুন খারাবি হওয়ার আশংকা নিয়ে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হলেও বাস্তবে সভাপতি এ ব্যাপারে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় সদস্যরা আলোচনায় অংশ নেয়া থেকে বিরত থাকেন বলে একটি সূত্রে জানা গেছে।
এছাড়া সরকারি জায়গা দখল, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের দেবত্তোর সম্পত্তি ও মন্দির এবং মসজিদের জায়গা দখলের বিরুদ্ধেও কোন ব্যবস্থা না নেয়ায় আইনশৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্য অসন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply