নবীগঞ্জ প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার ওসি-অপারেশন আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, ডা মো রাকিব হোসেন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার।
আরও বক্তব্য রাখেন, অয়তুন মিয়া, ইসমত মিয়া ও আব্দুল আলিম।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, সমাজের তৃণমূল পর্যায়ের মানুযের ভাগ্য উন্নয়নে সমবায় সমিতির কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সমবায় সমিতিকে ব্যাপক গুরুত্ব দিয়েছেন।
Leave a Reply