নবীগঞ্জ প্রতিনিধি : ‘রক্ত দানে বাঁচে জীবন তৈরি হয় নতুন বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের উদ্যেগে নবীগঞ্জ উপজেলার ৭টি উচ্চ মাধ্যমিক ও ২টি মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দিনারপুর কলেজে এই ক্যাপম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় ও রোটারি ইন্টারন্যাশনাল ব্লাড ব্যাংকার উত্তম কুমার।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, যুক্তরাজ্য প্রবাসী ইফতেখার আলম, আবুল কাসেম ট্রাস্ট, অনলাইন দৈনিক সময়ের যাত্রী, সামাজিক সংগঠন ফুল অব লাইট, রোটারি ইন্টারন্যাশনাল ব্লাড ব্যাংক, মালয়েশিয়া প্রবাসী আলী আমজদ ও সংগঠনের রক্তদাতা সদস্য জাহিদুর রহমানের সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনটি উপজেলার কলেজ পর্যায়ে ডোনার সংগ্রহের লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবে।
Leave a Reply