উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৯টিই বন্যাকবলিত। প্লাবিত হয়েছে দেড় শতাধিক গ্রাম। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রশাসন ১২টি আশ্রয়কেন্দ্র খুলেছে। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অনেকেই উচুঁ বাড়িতে বা বহুতল ভবনে আশ্রয় নিয়েছে। আর যারা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না তারা ছুটছে আশ্রয়কেন্দ্রে; কিন্তু সেখানে সরকারি সহায়তা অপ্রতুল। তাই আশ্রয়কেন্দ্রে আশ্রিতরা খাদ্যসংকটে ভুগছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুসারে, ১২টি আশ্রয় কেন্দ্রে ২০৫টি পরিবার আশ্রয় নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, গত সোমবার ভোরে উপজেলার বাল্লা-জগন্নাথপুর এলাকায় কুশিয়ারা নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। এতে পানি প্রবেশ করে নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
তিনি আরও জানান, ১২টি আশ্রয় কেন্দ্রে ১০০০ মানুষের জন্য খাবার দেওয়া হয়েছে। প্রস্তুতি চলছে শুকনো খাবার প্যাকেজের। শিশু খাদ্যর জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ও গো খাদ্যর জন্য ৫০ হাজার টাকার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক ইশরাত জাহান বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
Leave a Reply