নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৯টি ও পৌরসভায় ১০টি মিলে ৯৯টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
শুক্রবার, ২০ অক্টোবর ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হওয়া ৫ দিনব্যাপী বাঙালি হিন্দু সমাজের সর্ববৃহৎ এ উৎসব ২৪ অক্টোবর দশমী বিহিত পূজা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে হবে।
শাস্ত্রমতে, এ বছর শরতকালে নয় হেমন্তের শুরুতে ধরাধামে দেবীর ঘোটকে আগমন। আবার ঘোটকেই গমন করবেন।
ষষ্ঠী পূজায় নবীগঞ্জ শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মৃণাল কান্তি রায় মিনু, অশোক তরু দাস, প্রণব চক্রবর্ত্তী, ডা সুনীল পাল, শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, দুর্গাপূজা কমিটির সভাপতি রঙ্গলাল রায়, সাধারণ সম্পাদক লিটন দেবনাথ, অর্থ সম্পাদক খোকন দাশ গুপ্ত, পার্থ পাল, রিপন কর, বিধান পাল প্রমুখ।
Leave a Reply