নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ৮১টি ও পৌরসভায় ৭টি মিলে ৮৮টি পূজামণ্ডপে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে।
প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্যে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিখিল আচার্য্য শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসন সহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল জানান, প্রশাসন সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করায় জনমনে স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply