উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় ৫ জনের ‘করোনা’ শনাক্ত হয়েছে।
শুক্রবার বিকেলে খবরটি নিশ্চিত করা হয়। আক্রান্তদের বাড়ি উপজেলার বড়ভাকৈর পশ্চিম ও করগাঁও ইউনিয়নে। এরমধ্যে ৩ জন বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের, ১ জন জগন্নাথপুর গ্রামের এবং আরেকজন করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের।
খবর পেয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ও টিএইচও ডা আব্দুস সামাদ।
উল্লেখ্য, গত কয়েকদিনে ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে নবীগঞ্জে ৫ শতাধিক মানুষ প্রবেশ করেছে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কা ডা আব্দুস সামাদ জানান, আক্রান্তরা সহ তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ৫ জনই নারায়নগঞ্জ থেকে এসেছেন।
সাংসদ শাহনেওয়াজ মিলাদ গাজী জানান, নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ‘করোনা’ আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।
নবীগঞ্জ থেকে মোট ১৭০ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে ৫ জনের পজেটিভ ও ২৯ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি রিপোর্ট এখনো আসেনি।
Leave a Reply