হবিগঞ্জের নবীগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হযেছে।
মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য দেবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জাতীয় পার্টির আহবায়ক ডা শাহ আবুল খায়ের ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
Leave a Reply