নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ শহরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে ৪টি হোটেলের মালিককে মোট ১৪ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার। এ সময় অন্যান্য হোটেলকে সতর্ক করে দেয়া হয়।
অভিযানে হোটেল মালিক জসীম উদ্দিনকে ৭ হাজার টাকা, জান্টু পালকে ৫ হাজার টাকা, তনয় কান্তি ঘোষকে ১ হাজার টাকা ও বিজন কুমার রায়কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় থানার এসআই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply