হবিগঞ্জের নবীগঞ্জে ২ বস্তাভর্তি ২৭ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ তানভির আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
পুলিশ জানায়, তানভির আহমেদ চুনারুঘাট উপজেলার সাতছড়ি থেকে প্রাইভেটকার যোগে দুটি বস্তায় ২৭টি পলিথিনের ব্যাগে এই গাঁজা নিয়ে সিলেটে যাবার পথে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কারটি আটক করে গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করে।
একই দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ সাথী রাণী দাশ ও কাজল চন্দ্র দাশ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে নবীগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়।
Leave a Reply