হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৯টি সরকারি ও বেসরকারি বিদ্যালয় এবং মাদরাসার ৫ম ও অষ্টম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাস, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সিদ্দিক, সমাজসেবক আব্দুল মজিদ, নবীগঞ্জ জে কে মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের পরিচালক শফিকুর রহমান, হযরত শাহ তাজউদ্দিন কোরেশী রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন মিয়া, নবীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সহ সভাপতি ছুরুক মিয়া ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
Leave a Reply