নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচর গ্রামে হাজী হাবিবুর রহমান ও খায়রুন্নেছা আইডিয়াল মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল মাদরাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শফিকুর রহমানের সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় হাজী হাবিবুর রহমান ও খায়রুন্নেছা আইডিয়াল মাদরাসার সুপার আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম এ মুহিত, নাগরিক টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতা আব্দুল মুহিত রাসেল ও ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রাসু মিয়া। মোনাজত পরিচালনা করেন মাওলানা বশির আহমদ।
Leave a Reply