হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওর এলাকার নোয়াগাঁও গ্রামে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ১৪টি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ৬০ লাখ টাকার মালামাল লুট করে।
গ্রামবাসী জানায়, গত ২৭ মে রাতে উপজেলার ঘুঙ্গিয়াজুড়ি হাওরের রোক্কা বিলের পাশে পাহাড়ি এলাকার সাতাইহাল গ্রামের মুক্তিযোদ্ধা নূরউদ্দিন বীর প্রতীকের মৎস্য খামারে হামলা হয়। এতে আহত হয় সেখানে কর্মরত আবুল মিয়া ও তার স্ত্রী ঝারু বেগম। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এই ঘটনার জের ধরে শনিবার সাতাইহাল গ্রামে ৬ মৌজার পঞ্চায়েতের লোকজন সভা করে। পরদিন সকালে প্রায় ৫ হাজার লোক সাতাইহাল গ্রাম থেকে রওয়ানা দেয় নোয়াগাঁও গ্রামের উদ্দেশ্যে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, থানার ওসি ডালিম আহমদ ও জনপ্রতিনিধিসহ এলাকার মুরব্বিরা তাদেরকে থামানোর চেষ্টা করেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন; কিন্তু এক পর্যায়ে কিছু লোক লাটিসোটা নিয়ে ৪ কিলোমিটার দূরে নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ১৪টি ঘরে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।
Leave a Reply