নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ হত্যা মামলার আসামি সুরুজ আলীকে গ্রেফতার করেছে। সে উপজেলার সইলা রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ জানায়, সুরুজ আলী একটি গুপ্ত হত্যা মামলার আসামি ছিল। গত ৪ বছর ধরে পলাতক ছিল সে। বুধবার রাত সাড়ে ১০টার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিংহ এক দল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মবাজার এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেফতার করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ধর্ষণ মামলার আসামি খছরু মিয়াকেও গ্রেফতার করেছে। সে উপজেলার ছোট ভাকৈর গ্রামের আখলিছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খছরু মিয়া দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। বুধবার সন্ধ্যায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিংহ এক দল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাজিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
Leave a Reply