নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ হত্যা ও পুলিশ এসল্ট সহ বিভিন্ন অপরাধের মামলার আসামি হুমায়ুন মিয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সায়েস্তা মিয়ার ছেলে হুমায়ুন মিয়া বানিয়াচং থানার দুটি পুলিশ এসল্ট মামলা সহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে পরিচয় গোপন রেখে নবীগঞ্জে বসবাস করছিল। ওয়ারেন্ট ইস্যু হওয়ায় পালিয়ে নবীগঞ্জে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে থানার এসআই ফিরোজ আহমেদ ও এসআই শামসুল আলম অভিযান চালিয়ে তাকে চরগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান হুমায়ুন মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply