হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের এক কর্মকর্তা নিহিত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটগামী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস নামের বাস উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে ঢাকাগামী মিতালী পরিবহণকে ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে প্রাণ হারান, বিবিয়ানা গ্যাস ফিল্ডের মেডিকেল অফিসার ডা শাফি কামাল চৌধুরী। তিনি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের ডা মুজিবুর রহমানের ছেলে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার জের ধরে প্রায় দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মরদেহ ও আহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
Leave a Reply