হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র ভৌমিক জানান, নূরুল ইসলাম ও সবুজ আহমদ সকাল ৬ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
Leave a Reply