নবীগঞ্জ প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের নবীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোড এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় ১০ হাজার ৩ শ টাকা জরিমানা আাদয় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মোমিন। এসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও অটোরিক্সা চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহণ না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারি নির্দেশিনা অনুযায়ী ভাড়া আদায় করার ব্যাপারে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, নবীগঞ্জ থানার এসআই ওয়াদুদ সহ একদল পুলিশ।
সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মমিন জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply