উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় বিএনপি নেতা রুবেল আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাকে গ্রেফতার।
পুলিশ জানায়, মে মাসের ১৮ তারিখ উপজেলার পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা রুবেল আহমেদ যৌতুক দাবি করে স্ত্রী রুনি বেগমকে মারধর করেন। এ ঘটনার কথা জানতে পেরে রুনি বেগমের বাবার বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ রুবেল আহমেদের বাড়ি থেকে রুনি বেগমকে উদ্ধার করে তার বাবার পক্ষের লোকজনের কাছে তুলে দেয়।
শনিবার তাকে মারপিটের অভিযোগ এনে স্বামীকে একমাত্র আসামি দিয়ে স্ত্রী শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ রবিবার সকালে রুবেল আহমেদকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেশ।
এর আগে কয়েকবার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করলে গ্রাম্য সালিশ হয়; কিন্তু এরপরও রুবেল আহমেদ নির্যাতন বন্ধ করেননি।
Leave a Reply