হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘করোনা’ সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার দিনব্যাপী সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মমিন ও ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব সহ সেনাবাহিনী উপজেলার দেবপাড়া, শতক, ফুলতলী ও পানিউমদা বাজার এলাকায় টহল দেয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়।
এছাড়া সেনাবাহিনীর টহলকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply