বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের কাছে তথ্য আপা খুব প্রিয় একজন। সমস্যায় পাশে দাঁড়ান তিনি। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে করেন সমাধানের চেষ্টা করেন। সরকারের নতুন এই সেবা কার্যক্রম সকলস্তরের ছাত্রীদেরও ভরসাস্থল হয়ে উঠেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই তথ্য আপা প্রকল্প। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এ প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় মহিলা সংস্থা। তথ্য আপার কাজ হলো, তৃণমূলের নারীদেরকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, জেন্ডার ও আইন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা। তথ্য আপা অর্থাৎ তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার জানালেন, নবীগঞ্জ উপজেলায় গত ৪ মাসে অন্তত দেড় হাজার নারী এই সেবা নিয়েছেন।
তথ্য আপা বাল্যবিয়ে বন্ধ ও নারী নির্যাতন রোধে পারিবারিক বিরোধ নিষ্পত্তি ও যৌতুক নিরোধ বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রশিক্ষণ দেন। প্রতি মাসে গ্রামে গিয়ে উঠান বৈঠক করেন তৃণমূল নারীদের নিয়ে। এতে আনন্দিত সবাই। ব্যাপক সাড়াও পড়েছে।
তবে সেবার মান আরো বাড়ানো উপর গুরুত্ব দিচ্ছেন জনপ্রতিনিধিরা। নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম মনে করেন, সরকারের এই প্রকল্পের মাধ্যমে নারীরা সচেতন হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান জানান, আধুনিক তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া নারীদের তথ্য ও যেকোন ধরনের সেবা দিতে দেশের ৪৯০টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
Leave a Reply