নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের পান বিক্রেতা জায়েদ মিয়ার (২২) হত্যারহস্য ১৫ দিনের মাথায়ই উদঘাটিত হয়েছে। প্রেমই এ হত্যাকাণ্ডের মূল কারণ বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জায়েদ মিয়া হত্যামামলায় গ্রেফতার হওয়া আসামি মোহাম্মদ আলী রুবেলের স্বীকারোক্তির বিবরণ দিয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হ্যাপি আক্তার সুখীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমেরে সম্পর্ক ছিল একই এলাকার মোহাম্মদ আলী রুবেলের। একসময় হ্যাপি আক্তার সুথী নবীগঞ্জে তার খালাতো বোনের বাড়ি বেড়াতে আসে। এ সময় তাকে দেখেই ভালো লেগে যায় জায়েদ মিয়ার। দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। এই সম্পর্কের কথা জানতে পেরে মোহাম্মদ আলী রুবেল জায়েদ মিয়ার উপর ক্ষেপে যায়।
এদিকে জায়েদ মিয়ার নিকট থেকে তার দুই বন্ধু রিপন ও রনি কিছু টাকা ধার নেয়; কিন্তু সেই টাকা পরিশোধ না করে তারা মোহাম্মদ আলী রুবেলের সাথে মিলে জায়েদ মিয়াকে হত্যা করে।
উল্লেখ্য, গত ৫ মার্চ দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট সড়কের পাশে একটি জমি থেকে জাহেদ মিয়ার মরদেহ পাওয়া যায়।
Leave a Reply