নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকমের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে নবীগঞ্জ মধ্যবাজারে অনলাইন পোর্টালটির কার্যালয়ে প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর এটিএম সালাম, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, দৈনিক সময় পত্রিকার প্রকাশক মো সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আশাহিদ আলী আশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নানু মিয়া চৌধুরী, সময় পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন দেব, রাজীব কুমার রায়, শিক্ষক সঞ্জয় কুমার দাশ, স্বাস্থ্য সহকারী আব্দুল মোতাক্কির, প্রবাসী সালমান আহমদ, প্রেসক্লাবের সাবেক দফতর সম্পাদক জাকির হোসেন চৌধুরী, ব্যবসায়ী আরজান মিয়া, শিপন সরদার, সামিরা চৌধুরী প্রমুখ।
Leave a Reply