নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবিব, প্রধান শিক্ষক রুবেল মিয়া, হিরা মিয়া, শিক্ষক আশরাফুল আলম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা সাজ্জাদুর রহমান, প্রভাষক রাহুল ঘোষ পলাশ প্রমুখ।
সমাবেশে নবীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে সম্প্রীতির বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply