পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার অর্থায়নে প্রায় ৩ হাজার অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সোমবার দুপুরে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ পৌর বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, উপজেলা যুবদল নেতা আবুল কালাম মিঠু, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, ছাত্রদল নেতা শেখ শিপন, সুলতান আহমেদ তারেক ও আলিফ উদ্দিন।
Leave a Reply