হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সাংবাদিক জুনাইদ আহমদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা এ দন্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে ফরিদ মিয়া, বাবুল মিয়ার ছেলে বাদশা মিয়া ও মিছির আলীর ছেলে রাহুল মিয়া।
২০১২ সালের ১০ জুলাই স্থানীয় পত্রিকা দৈনিক বিবিয়ানার সাংবাদিক জুনাইদ আহমদ বাড়ি থেকে জেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা হন। পরদিন সকালে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে তার ২০ টুকরো করা মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করে।
এ ঘটনার ১২ জুলাই জুনাইদ আহমদের ভাই মোজাহিদ আহমদ বাদি হয়ে আদালতে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি ফরিদ মিয়া লন্ডনে পালিয়ে গেছে। অপর আসামি আব্দুল হামিদ গণপিটুনীতে নিহত হয়।
Leave a Reply