হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী সহ বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নবীগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আশাহিদ আলী আশা, অর্থ সম্পাদক আশিকুর রহমান সেলিম, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, এ টি এম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, সেলিম তালুকদার, শাহ সুলতান আহমেদ ও মুজিবুর রহমান।
Leave a Reply