নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো সরওয়ার শিকদারের মালিকানাধীন ক্ষেত থেকে পাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে মো সরওয়ার শিকদারের ভাই রেজুয়ান শিকদার বাদি হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এতে অভিযোগ করা হয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আবুল হোসেন ও তার লোকজন কুর্শি গ্রামের হাওরের ৯১ শতক জমি থেকে এই ধান কেটে নিয়ে যায়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ জানান, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply