বিশেষ প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরাসরি সরকার নির্ধারিত মূল্য ২৬ টাকা কেজি বা ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পেরে কৃষকরা খুশি। কারণ বাজারে আড়ত মূল্য ৪০০ থেকে ৫০০ টাকার বেশি মিলছেনা। ফড়িয়াদের এই অপতৎপরতায় কৃষকরা উৎপাদিত ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।
চলতি মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে এ উপজেলায় ৫শ ৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় কৃষকদের তালিকা তৈরি করে উপজেলা কৃষি অফিস। ১৯ মে উপজেলা খাদ্য গুদামে ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। ২৮ মে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী। এরপর থেকেই তালিকাভুক্ত কৃষকরা ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান বিক্রি করতে শুরু করেন।
কৃষকরা জানান, উপজেলা খাদ্য গুদামে গিয়ে সরকারি দরে ধান বিক্রি করে তারা লাভবান হয়েছেন।
নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আহসান হাবীব জানান, নবীগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ীই কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে।
Leave a Reply