উত্তম কুমার পাল হিমেল : কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধুনিক ‘সমলয় ‘ চাষাবাদ পদ্ধতিতে বোরো ধানের চারা রোপন শুরু হয়েছে।
নতুন এ চাষাবাদ পদ্ধতি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আউশকান্দি ব্লকের জোয়ালভাঙ্গার হাওরে আনুষ্ঠানিকভাবে ‘সমলয় ‘ চাষাবাদ পদ্ধতিতে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে এই নতুন চাষাবাদ পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে।
‘সমলয়’ চাষাবাদে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ট্রেতে বীজ বপন করে ৩:২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ ব্যবহার করা হয়। এরপর বীজ ছিটিয়ে পুনরায় অর্ধেক মাটি ও গোবর মিশ্রণ দিয়ে সমতল জায়গায় রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। বীজতলা তৈরির ৩ দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায়। ২২-২৫ দিনের মধ্যে চারা উৎপন্ন হয়। পরবর্তী সময়ে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু হয়।
নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অজিত রঞ্জন দাশের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও আউশকান্দিসহ পার্শ্ববর্তী এলাকার কৃষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, দেশে মানুষ বাড়লেও বাড়ছে না কৃষি জমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের এমন উদ্যোগে নবীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ শুরু করা হয়েছে।
তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।
গত ডিসেম্বরে কৃষকরা ট্রেতে বীজতলা তৈরি শুরু করেন। তারা মেশিন দিয়ে ট্রেতে বপন করছিলেন এসএলএইট-এইচ হাইব্রিড জাতের ধানবীজ। সেই বীজের চারা ‘সমলয়’ চাষাবাদ পদ্ধতিতে ১৫০ বিঘা জমিতে রোপণ করা হচ্ছে ।
আউশকান্দি গ্রামের কৃষক কাজী সেলিম জানান, ‘সমলয়’ চাষাবাদে আগে কখনও বোরো ধান করা হয়নি। স্থানীয় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এই প্রথম এ পদ্ধতিতে চারা রোপণ করা হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা জাবের আহমেদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে কাজ হয়েছে। আশা করছেন ভাল ফলন পাওয়া যাবে।
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একযোগে মাঠভিত্তিক সকল কৃষকের ফসল উৎপাদনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেশি ফলন পাওয়া সম্ভব হবে।
তিনি জানান, এ প্রযুক্তি দেখে উদ্বুদ্ধ হয়ে নবীগঞ্জের আরও ৩ ইউনিয়নে কৃষকরা মেশিনে রোপণের জন্য চারা তৈরি করছেন।
নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো ফজলুল হক চৌধুরী বলেন, সঠিক ও সময়োপযোগী পরিকল্পনার কারণেই অনেক দেশ থেকে বাংলাদেশ কৃষিতে এগিয়ে রয়েছে। গত এক যুগে কৃষির পরিবর্তন তুলে ধরে এ ধরনের নতুন উদ্যোগ হাতে নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি আবাদযোগ্য পতিত জমি চাষের আওতায় আনতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply