নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে বিজনা নদীর জমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত বৃদ্ধ জাহির আলীর ছেলে আরস আলী বাদি হয়ে ৯৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২৪ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শুক্রবার এই মামলাটি দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় দুই দিনে ১১ জনকে আটক করেছে।
নবীগঞ্জ থানার ওসি মো আজিজুর রহমান জানান, মামলার অপর আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে জাহির আলীর মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামে দাফন করা হয়েছে।
অন্যদিকে সংঘর্ষের পর থেকে মেম্বার রাজা মিয়ার পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।
Leave a Reply