নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে আব্দুল মোহিত নামের এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদণ্ড দিয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ এই দণ্ডদেশ দেন।
দন্ডাদেশপ্রাপ্ত ৪ সন্তানের জনক আব্দুল মোহিত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
রসূলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এক শীর্ষ নেতার মেয়ে রসূলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ঘটনার দিন সকালে রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডাল ক্রয় করতে যায়। এ সময় দোকানদার তার শ্লীলতাহানির চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থী কৌশলে দৌঁড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনাটি জানায়। তার বাবা সাথে সাথে দোকানে গিয়ে দেখতে পান দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে গেছে।
এরপর শিক্ষার্থীর পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বরাবর অভিযোগ দিলে তাৎক্ষণিক থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী সহ একদল পুলিশ আব্দুল মোহিতকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
Leave a Reply