নবীগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নবীগঞ্জেও শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ ভক্তবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি গোবিন্দ জিউড় আখড়ায় এসে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।
এছাড়াও নানা আনুষ্ঠানিকতা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সাধন চন্দ্র দাশের পরিচালনায় অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, রঙ্গলাল রায়, বিকাশ রায়, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, যুগ্মসম্পাদক গৌতম কুমার রায় ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply