হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা আয়োজিত ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্যানেল মেয়র এ টি এম সালাম ও বইমেলা উদযাপন কমিটির সদস্য পৃথ্বীশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার আতাউল গণি ওসমানী।
বইমেলায় ৩টি স্টলকে সেরা ঘোষণা করে তাদের পরিচালকদের হাতে প্রশংসাপত্র তুলে দেয়া হয়।
আনন্দ নিকেতনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার সমাপ্তি ঘটে।
Leave a Reply