নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদের সার্বিক তত্ত্বাবধানে টিকাদান কার্যক্রম উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মমিন, বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও এমসিএইচএফপি প্রিয়াংকা পাল চৌধুরী, আরএমও ডা চম্পক কিশোর সাহা সুমন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
ইউএনও শেখ মহিউদ্দিন নিজে প্রথমে টিকা গ্রহণ করে সবাইকে অনলাইনে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে আহবান জানান।
নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন।
Leave a Reply