নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী।
রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কৃষি কর্মকর্তা মো দুলাল উদ্দিন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো রাশেদুজ্জামান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নজরুল ইসলাম, দেবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাবেদ আলী ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সাদেক খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আশিক মিয়া, আবু সিদ্দিক ও মো ছাইমুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মুর্শেদ আহমদ প্রমুখ।
Leave a Reply