হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে দুবৃর্ত্তদের হাতে শাশুড়ি ও পুত্রবধূ খুন হয়েছেন। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে দেখতে পান, বাড়িতে রক্তাক্ত মরদেহ দুটি পড়ে আছে। গ্রামবাসী ঘরের বাইরে থেকে রুমি বেগমের ও ঘরের ভেতর থেকে মালা বেগমের ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে।
Leave a Reply