হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সামাজিক সংগঠন লালসবুজ সমাজকল্যাণ পরিষদের চতুর্থ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শাহ্ তাজ উদ্দিন কুরেশী (র) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন বাউসা ইউনিয়নের শিক্ষানুরাগী ও শিক্ষকবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন।
লালসবুজ সমাজকল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হাসান জানান, শিক্ষা ও সমাজসেবামূলক কাজ এ সংগঠনের প্রধান লক্ষ্য। এলাকাবাসী এতে সার্বিক সহযোগিতা দিচ্ছেন।
Leave a Reply