নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকাল থেকেই লকডাউন কঠোরভাবে কার্যকর করতে উপজেলা সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ পৌর এলাকা ও উপজেলার ইনাতগঞ্জ বাজার, বান্দের বাজার, সাইনবোর্ড বাজার ও আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ৭টি মামলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এই অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধিনিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানানো হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply