হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে জি আর-৩৫৮/১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো জাকির হোসেনকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
উপজেলা পরিষদের নির্মাণাধীন মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুল লতিফ মাষ্টারের ছেলে। নবীগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply