হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপায়ণ দাশ। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু। পাঠক ফোরামের সভাপতি অপূর্ব দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঠক ফোরামের সহসভাপতি সাগর দাশ জনি, দেবাশীষ দাশ রতন, ক্রীড়া ফোরামের সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, পাঠক ফোরামের সাংস্কৃতিক সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের গণসংযোগ সম্পাদক অনিক দাশ অন্তর, দুর্জয় দাশ, দীপ শেখর দাশ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পনেরোই আগস্টে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে বিশেষ বিশেষ অংশ পাঠ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply