নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের বয়ঃসন্ধিকালের টিকা দানকালে যৌন হয়রানির অভিযোগে স্বাস্থ্য সহকারী সজল চক্রবর্তীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
বাউসা গ্রামের শ্যামল চক্রবর্তীর ছেলে মাইজগাঁও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সজল চক্রবর্তী বৃহস্পতিবার সকালে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মেয়েদের বয়ঃসন্ধিকাল টিকা দানকালে একই গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা চালায়। এক পর্যায়ে মেয়েটি ছুটে বেরিয়ে বাড়িতে গিয়ে তার মা ও আত্মীয়স্বজনদের কাছে ঘটনাটি খুলে বলে। এতে ক্ষুব্ধ মেয়েটির আত্মীয়স্বজন সহ গ্রামবাসী সজল চক্রবর্তীকে আটক করে রাখেন।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামাল স্থানীয় ইউপি মেম্বার সহ গ্রামের লোকজন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত বসে।
Leave a Reply