উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তপক অর্পণ করা হয়। পরে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
এরপর নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ্র দাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, ওসি ডালিম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও শাহ রেজভী আহমদ এবং হবিগঞ্জের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো সেলিম তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সহসভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না, বীর মুক্তিযোদ্ধা মো আনিস আলী, প্রধান শিক্ষক মো হারুন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো জাকারিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার।
উল্লেখ্য, শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে নবীগঞ্জে ৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ১টি স্কুল অফ ফিউচার উদ্বোধন করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রতিয়োগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সংসদ সদস্য প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে ডেটল সাবান উপহার দেন।
Leave a Reply