নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের নিকটে মালবোঝাাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এ সময় ৩ জন আহত হন।
নিহত মোটরসাইকেল আরোহী মইনুল ইসলাম (২৫) বানিয়াচং উপজেলার পশ্চিম বাগ গ্রামের অধিবাসী। আহতরা হলেন, একই এলাকার সাদেক মিয়া, হাফিজুর রহমান ও মোটরসাইকেল চালক রাসেল আহমদ। এর মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঘাতক ট্রাককে আটক করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকচালক পালিয়ে যায়।
পুলিশ জানায়, বুধবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বানিয়াচং থেকে কাগাপাশা হয়ে একটি মোটরসাইকেল যোগে ৪ জন ইমামবাড়ী বাজারে ও বানিয়াচং উপজেলার ঘুনই গ্রামে যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনার পর নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
Leave a Reply