হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া আরও ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।
২০০২ সালের ২০শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খেয়ে ফেলে একই গ্রামের নূর ইসলামের গরু। মোক্তাদির আলী এর প্রতিবাদ করলে নূর ইসলাম ও তার লোকজন হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদি হয়ে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
এ সময় আদালতে ১৫ জন আসামি হাজির ছিলেন। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আনিছ ও ফরাস কারাগারে এবং জমশেদ, বজলু ও নূর ইসলাম সহ অন্যরা পলাতক রয়েছে।
Leave a Reply