হবিগঞ্জের নবীগঞ্জে ১৩ তম শাহ মুশকিল আহসান নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে ছয়মৌজার উদ্যোগে ও মুশকিল আহসান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়েজিত টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বাহুবল সোনার বাংলা এস সি দিগম্বর নবীগঞ্জ সঈদপুর বাজার এফ সি আউশকান্দিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার সামছু উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল।
Leave a Reply