নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও তার ছোট ভাই সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরীর বিরুদ্ধে থানায় করা সাধারণ ডায়েরি-জিডি প্রত্যাহার করে নিয়েছেন।
সেলিনা পারভীন এই জিডি করার খবরে উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, নবীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সর্ব মহলে প্রতিবাদের ঝড় উঠে। মহিলা বিষয়ক কর্মকর্তার অপসারণ দাবি করে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বৃহস্পতিবার উপজেলার উন্নয়ন সমন্বয় সভা বয়কট করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ১৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের নারী সদস্যরা। তারা ৪৮ ঘণ্টার মধ্যে জিডি প্রত্যাহার ও সেলিনা পারভীনকে অপসারণের সময়সীমা বেঁধে দেন। এ অবস্থায় মহিলা বিষয়ক কর্মকর্তা শুক্রবার রাতে জিডি প্রত্যাহার করেন।
অন্যদিকে শনিবার সকালে জে কে হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীনের অপসারণ দাবি সহ ঘুষ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সকলকে আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট সুমঙ্গল দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গতিগোবিন্দ্র দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শাহ রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র পাল, মোজাহিদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুছা, নজরুল ইসলাম, মো আবু সিদ্দিক প্রমুখ।
Leave a Reply