নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬৩৮টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫ হাজার টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর এলাকার বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির কাছে চেক হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু।
Leave a Reply