হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মসজিদের সীমানা নিয়ে আব্দুল বারিক ও ছবুর মিয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার বাদ জুমা তাদের মাঝে বাকবিতণ্ডা হয়।
ব্যাপারটি তখন মিটমাট হয়ে গেলেও এর জের শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা চালায়। এতে ছবুর মিয়া (২৬) নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রুমান মিয়া নামের একজনকে আটক করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
Leave a Reply