নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে মধ্যরাতে লুঠপাট ও হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ফজলু মিয়া নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাহিদপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রহমত মিয়ার সাথে একই গ্রামের কাছুম আলীর ছেলে ফজলু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরেই প্রতিপক্ষ ফজলু মিয়ার ঘরে প্রবেশ করে তাকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এসময় ফজলু মিয়াকে রক্ষা করতে তার মা, ভাই ও দুই বোন ছুটে এলে হামলাকারীদের হাতে তারাও আহত হন। হামলাকারীরা ঘরে জিনিসপত্র ভাংচুর এবং লুঠপাটও করে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফজলু মিয়াকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠায়। পরে তাকে সিলেট পাঠানো হয়।
Leave a Reply